২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৫০:২৯ অপরাহ্ন
রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহীর আয়োজনে "সংস্কার সমাবেশ"
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২৪
রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহীর আয়োজনে "সংস্কার সমাবেশ"

রাজশাহী: রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহীর আয়োজনে "সংস্কার সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায়  নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সংস্কার সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ রাষ্ট্র সংস্কার আন্দোলনের  সমন্বয়ক এ্যাড. এম কাদেরী, রাজশাহী জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এ্যাড. হোসেন আলী পিয়ার,
রাজশাহী মহানগর রাষ্ট্র সংস্কার আন্দোলনের  সমন্বয়ক এ্যাড. আব্দুল কাদের, রাবির ফোকলোর বিভাগের  প্রফেসর আমিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আরাফাত প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন,  গত ১৬ ই জুলাই থেকে বাংলাদেশের নিরস্ত্র আন্দোলনকারীদের উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার মাধ্যমে এদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আওয়ামীলীগ ও তার দোসরা। সেই যুদ্ধ মোকাবেলা করে বহু ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ০৫ই আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে। তারা ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জরুরী ভিত্তিতে আইন বিভাগ, বিচার বিভাগ,প্রশাসন, পুলিশসহ নিরাপত্তা বাহিনী,নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সকল পর্যায়ে সংস্কারের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।

এছাড়া বক্তাগণ অন্তবর্তীকালীন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানকারী সংস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে একটি জাতীয় শিক্ষার্থী কাউন্সিল গঠন করার দাবি জানান।

শেয়ার করুন